৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৫৪

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঝড় শুরু হয়। এর পরই শুরু হয় বৃষ্টি, বৃষ্টির সঙ্গে থেমে থেমে ছিল ঝড়ের তাণ্ডব। ঢাকার পাশাপাশি সাতক্ষীরা, ময়মনসিংহ, ঝিনাইদহ, গাজীপুরসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী।

বড় আশাবাদ প্রকাশ না করলেও গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ ছয় বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরের। চৈত্রের শেষে মাঝারি থেকে তীব্র রূপ নেওয়া তাপপ্রবাহ সপ্তাহখানেক ভুগিয়ে কমে এসেছিল গত শুক্র ও শনিবারের বিক্ষিপ্ত বৃষ্টিতে। সেই তাপপ্রবাহ আবারও ফিরে আসে বুধবার। খুব দ্রুত তা কমার আভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। ছিল বিস্তারের পূর্বাভাসও।

সকাল থেকে ঢাকার আকাশ রোদেলা ছিল। বিকেলের দিকে মেঘ জমতে থাকে, বিকেল সাড়ে ৪টার পর মোটামুটি আকাশ কালো মেঘে ঢেকে যায়। এক ঘণ্টা আগেই যেন সন্ধ্যা নামে ঢাকায়। সাড়ে ৫টার কিছু আগে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় ঝড়। তুমুল ঝড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারদিক। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছিল কালবৈশাখীর দাপট, সঙ্গে ছিল বজ্রপাত। আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় বিকেলেও রাজধানীতে গাড়ি চলছিল হেডলাইট জ্বালিয়ে।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে মিরপুর, ধানমন্ডি, গুলশান, নিউমার্কেট, পল্টন, গুলিস্তান, সচিবালয়, প্রেস ক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার, সায়দাবাদ, কাজলা, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায়। ঢাকায় কালবৈশাখীতে বাতাসের গড় গতিবেগ ছিল ৬০ কিলোমিটার। এর মধ্যে বিমানবন্দর এলাকায় এই বেগ ৭৪ কিলোমিটারে উঠেছিল।

মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, একটু ভিজে গেলাম; কিন্তু যে গরম গেল, এর মধ্যে বৃষ্টিতে মনে হচ্ছে গরম বোধহয় কমবে একটু।

বাসের অপেক্ষায় থাকা আলতাফ হোসেন বলেন, সারা দিন গরমের পর এই বৃষ্টি অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে, ভেতর থেকে শীতল হয়ে গেছি।

গত দুদিনের মতো বৃহস্পতিবার দিনভর গরমে পুড়েছে ঢাকা, তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় বান্দরবানে, ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল বিভাগ ও পাবনা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের বৃষ্টিতে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হবে। শুক্রবার অনেক এলাকায় তাপপ্রবাহ থাকবে না, কিছু কিছু এলাকায় হয়তো থাকতে পারে। অধিকাংশ জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে । দিনে বেশ গরম অনুভূত হলেও শুক্রবার সন্ধ্যায় কিছু কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • শেয়ার করুন