৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:১০

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ আবারও শুরু হচ্ছে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ আবারও শুরু হচ্ছে। বুধবার (৯ নভেম্বর) থেকে শুরু হবে সংলাপ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে এই সংলাপ স্থগিত করা হয়েছিল।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডলের নেতৃত্বে সংলাপ হবে। এরপর বিকে সাড়ে ৪টায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে আরেকটি সংলাপ হবে।

 

এছাড়া একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে হবে আরেকটি সংলাপ।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে উপস্থিত থাকবেন।

  • শেয়ার করুন