৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:০২

রাজপথেই সরকার পতনের ফয়সালা হবে: রাইসুল ইসলাম চন্দন 

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩

  • শেয়ার করুন

রাজপথেই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন।

তিনি আজ বুধবার (১২ এপ্রিল) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সম্মানে ২০ নং ওয়ার্ড শাহবাগ থানা ( ঢাকা মহানগর দক্ষিণ) বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। এবার সবাইকে সামনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই বিএনপির নেতা-কর্মীরা আর জেল-জুলুম ও নির্যাতনকে ভয় পায়না। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এবং ঢাকার রাজপুত্র মির্জা আব্বাস আন্দোলনের যে ডাক দিবেন সেই ডাকেই শেখ হাসিনা সরকারের পতন ঘন্টা বাজবে ইনশাআল্লাহ।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিগত ১৫ বছর পরিবার ও ছেলে মেয়ের কাছ থেকে দূরে আত্মগোপনে জীবন যাপন করছেন। আর মাত্র কয়েকটি দিন ধৈর্য্য ধরেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পর এদেশে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদ সরকার প্রতিষ্ঠা হবে আর সেই সরকার হবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপি ( আহ্বায়ক কমিটি) সদস্য আবদুল রশীদ, আবদুল আওয়াল, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মিজান, কাওসার হোসেন, মোঃ শাওন আহমেদ, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ আফরোজ, মোঃ শফিক, মোঃ শামীম, মোঃ জাহিদ সহ স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ।

এসময় আলোচনা শেষে ইফতার পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, স্থানী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।

  • শেয়ার করুন