৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪৩

রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল করেছে নোয়াখালী জেলা বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল করেছে নোয়াখালী জেলা বিএনপি। আজ শনিবার বেলা ১১টায় নোয়াখালী জেলা সদর মাইজদীতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই গণমিছিল হয়। তবে বিএনপির নেতাদের দাবি, পুলিশি বাধার মুখে গণমিছিল শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে শেষ করতে বাধ্য হয় তারা।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আজ সকাল থেকেই জেলার ৯টি উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। পরে জেলা জামে মসজিদের সামনে গেলে পুলিশি বাধার মুখে গণমিছিল শেষ হয়। সেখানেই তারা অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যা বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, কৃষক দলের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান, বিএনপি নেতা জিয়াউল হায়দার পলাশ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, হাতিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোকাররম বিল্লাহ শাহাদাত প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।

এ সময় হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ফাহিম উদ্দিন, চানন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, হরনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা হতে বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে বিকেলে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের বাসভবনে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা দাবি তুলে ধরেন।

  • শেয়ার করুন