প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২
রাজবাড়ীর গোয়ালন্দে বাড়িতে লাগা আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনছার বেপারীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফজলুল হক বেপারি জানান, মৃতরা হলেন ৯০ বছর বয়সী বরু বেগম ও তার সাত বছর বয়সী নাতনি তাসমিয়া। রোববার রাতে তারা ঘুমিয়ে পড়ার পর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান দাদি ও নাতনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে লাগা আগুনে দুটি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে এবং দুজনের মৃত্যু হয়েছে।