৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:২৯

রাজশাহী ও আশপাশের এলাকা সোমবার দিনভর কুয়াশাচ্ছন্ন ছিল দেখা মেলেনি সূর্যের

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২

  • শেয়ার করুন

রাজশাহী ও আশপাশের এলাকা সোমবার দিনভর কুয়াশাচ্ছন্ন ছিল। দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। প্রচণ্ড শীত জনজীবনে প্রভাব ফেলে। সারা দিন গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে। শ্রমজীবী মানুষ শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হন। ঘন কুয়াশার কারণে এদিন দুপুর পর্যন্ত রাজশাহী বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করেনি। তবে দুপুরের পর কুয়াশা কিছুটা হালকা হলে ফ্লাইট চলাচল শুরু হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনাজপুরের হিলিতে দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

রাজশাহী : সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে বিকাল সাড়ে ৪টার দিকেই অন্ধকার নেমে আসে। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবনে প্রতিকূল প্রভাব পড়ে। কাজের সন্ধানে নগরীতে আসা শ্রমজীবী মানুষকে সড়কের ধারে থরথর করে কাঁপতে দেখা যায়। দিনভর লোকজনকে শরীরে গরম কাপড় চাপিয়ে বাইরে বেরুতে হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পূর্বাভাস সহকারী কামাল উদ্দিন বলেন, রাজশাহী ও আশপাশের এলাকা সারা দিনই ঘন কুয়াশায় ঢেকে ছিল। সকাল ৬টায় সড়ক-মহাসড়কে দৃশ্যমানতা ছিল দেড় কিলোমিটার। ফলে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দিনের দ্বিতীয়ভাগেও যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে একটানা ঘন কুয়াশার কারণে চলমান আলুচাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোজদার হোসেন জানান, ঘন কুয়াশা আলু ও সরিষার জন্য ক্ষতির কারণ হতে পারে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের অবজারবেশন সহকারী মো. আনিসুর রহমান বলেন, সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ছে। আমাদের রেকর্ড অনুযায়ী, এখানে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।

সিলেট : সিলেটে পৌষ মাসে বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি হতে পারে।

হাকিমপুর (দিনাজপুর) : কুয়াশার পরিমাণ আগের দুদিন থেকে কম থাকলেও সোমবার আকাশে মেঘের কারণে চারদিক অন্ধকার ছিল। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, যে কোনো সময় হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ট্রাকচালক ইয়ামিন হোসেন বলেন, কয়েকদিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে হিলিসহ আশপাশের এলাকা। এই সময়ে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে।

 

  • শেয়ার করুন