৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:১০

রুহুল কবির রিজভীসহ ৪৫২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীর পৃথক তিন থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৫২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এদিন বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপি নেতাকর্মীদের রিমান্ড ও জামিন শুনানির জন্য আদালতে তোলা হয়।

 

এর আগে, রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়। পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় মামলাগুলো হয়েছে। এসব মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় ৩ হাজার। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৫০০ জনকে।

 

বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার ফারুক হোসেন।

 

তিনি বলেন, পল্টন থানার মামলায় ৪৫০ জন, মতিঝিল থানার মামলায় ২০ জন ও শাহজাহানপুর থানার মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এসব মামলা করেন। এসব মামলার আসামি সংখ্যা প্রায় ৩ হাজার।

  • শেয়ার করুন