৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪৩

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যাচেষ্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২

  • শেয়ার করুন

লক্ষ্মীপুরে চুরির ঘটনায় থানায় বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. শওকত নামের ৪২ বছর বয়সী ওই মিস্ত্রিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকতের পরিবার জানায়, সম্প্রতি তাদের গ্রামের কাতার প্রবাসী বেলাল হোসেনের ঘরে শওকত ও তার বড় ভাই আব্দুল জব্বার কাজ করতে যান। ৫-৬ দিন আগে বেলালের স্ত্রী প্রীতি সোনার কয়েকটি গয়না খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় তিনি দুই কাঠমিস্ত্রি ভাইয়ের নামে থানায় অভিযোগ করেন।

পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালাল আসামি
গতকাল বুধবার পুলিশ দুজনকে থানায় ডাকে। বৈঠকে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। থানা থেকে একই গ্রামের শ্বশুরবাড়ি হয়ে নিজের বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা শওকতের ওপর হামলা চালায়। তারা তার গলা ও ডান পায়ে অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়।

আব্দুল জব্বার অভিযোগ করেন, ‘বেলালের স্ত্রী নিজেই স্বর্ণালংকার লুকিয়ে রেখে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। সেটা না পেরে ভাড়াটে লোকজন দিয়ে আমার ভাইকে হত্যার চেষ্টা করেছে।

৪ মাসে রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিংয়ের শিকার ১৫ জন
সদর হাসপাতালের চিকিৎসক রাজিব দাস বলেন, ‘রোগীর গলার ওপরের চামড়া কেটে জখম হয়েছে। মারাত্মক কোনো ঘটনা ঘটেনি। তবুও আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।’

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। শওকতের সঙ্গে কথা বলে কে বা কারা কী কারণে তাকে আঘাত করেছে তা জানা যাবে।

  • শেয়ার করুন