৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৪২

লক্ষ্মীপুর আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু 

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২

  • শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মো. রাজু (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামনী ইউপির বাংলাবাজার এলাকার পাশে পাল বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পথে সন্ধ্যা ৭টায় মারা যায় বলে জানান চিকিৎসক।

 

নিহতের সহকর্মী ফারুখ হোসেন বলেন, আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় রাজু জানালার কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি নিলে চিকিৎসক মৃত বলে জানান।

 

তিনি জানান, নিহতের বাড়ি নোয়াখালির চরজব্বার থানার উত্তর চরমজিব গ্রামের আবুল বাশার ও পারুল বেগমের দ্বিতীয় ছেলে। তিনি ৬ মাস আগে নতুন বিয়ে করেন। বর্তমানে তিনি সহকর্মীদের সঙ্গে পালবাড়ী আশ্রয়ণ কেন্দ্রেই থাকতেন।

 

রায়পুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিবার ও সহকর্মীদের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহযোগিতা দেয়া হয়েছে।

  • শেয়ার করুন