৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৫৩

শাকিবকে ‘সুপারস্টার’ মনে করেন না আফরান নিশো

প্রকাশিত: জুলাই ২১, ২০২৩

  • শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে সুড়ঙ্গের নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা এবং ছবিটির নির্মাতা রায়হান রাফি আছেন ভারতে। অন্যদিকে দেশ ও দেশের বাইরের পর্দা মাতাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা।

শাকিব ও নিশো— এই দুই তারকারই রয়েছে উল্লেখযোগ্য ভক্ত। তাই প্রিয়তমা ও সুড়ঙ্গ নিয়ে খুনসুটিতে মেতে উঠেছে দেশের সিনেমাপ্রেমীরা। ছবি দুটিকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছেন দর্শকরা। কেউ এগিয়ে রাখছেন নিশোকে, কেউ আবার শাকিবকে। এই খুনসুটি কিছুটা সিরিয়াস পর্যায়েও চলে গেছে। কেননা এক সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে কোনো এক ব্যক্তিকে ‘সো-কল্ড’ নায়ক বলেছিলেন নিশো। বড়পর্দার প্রথম আগত অভিনেতার এই বক্তব্যকে নিজের দিকে টেনে নিয়েছেন শাকিব ভক্তরা। সেগুলো কটাক্ষ হিসেবে নিয়ে নিশোর ওপর চটেছিলেন তারা। এ নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছিল তুমুল ঝড়। এমনকি নিশোকে আনফলো করার পাশাপাশি বয়কটের ডাকও দিয়েছিলেন শাকিবিয়ানরা। সেই উত্তেজনা ও কাদা ছোড়াছুড়ির রেষ কাটেনি এখনও।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা আফরান নিশো। সেখানে নানা কথার মাঝে উঠে এসেছ শাকিব-নিশোর ‘বিরোধের’ বিষয়টিও।

লড়াইটা কী শাকিব বনাম নিশোর? এমন প্রশ্নের উত্তরে নিশো জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন না তিনি। নিশো বলেন, ‘আমার তো প্রথম সিনেমা এটি। ইন্ডাস্ট্রি স্বাগত জানাবে, এটুকুই কাম্য।’

শাকিব খান নিশোকে কি স্বাগত জানিয়েছেন? জবাবে নিশো জানিয়েছেন— শাকিবের পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাননি তিনি। তবে তার সিনেমার প্রযোজক শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নিশোকে।

এরপর নিশোর কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের সুপারস্টার তকমার বিষয়ে। প্রশ্ন করা হয়, বাংলাদেশে একমাত্র সুপারস্টার শাকিব খান, এ বিষয়ে তার মত কী? উত্তরে আফরান নিশো সোজাসাপ্টাভাবে বলেন, তার কাছে হুমায়ুন ফরীদি, গোলাম মুস্তাফা, বুলবুল আহমেদরা সুপারস্টার।’ সুপারস্টারের তালিকায় শাকিবের নাম মুখে তোলেননি তিনি।

  • শেয়ার করুন