প্রকাশিত: জুলাই ৯, ২০২৩
বলিউড বাদশার ‘জওয়ান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। কবে দেখা যাবে ‘জওয়ান’র প্রথম ঝলক- এমন প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসছিল সবার কাছ থেকে। এমনকি ‘আস্কএসআরকে’তে এ প্রশ্ন বার বার একেবারে স্বয়ং শাহরুখ খানকে করে ফেলেছিলেন অনেকে। এবার জানা গেছে নতুন সিনেমার ঝলক প্রকাশের দিন।
শাহরুখ জানান, ১০ জুলাই অর্থাৎ আগামীকাল মুক্তি পাবে শাহরুখের নতুন ছবির প্রি-প্রিভিউ। আগামীকাল যে ঝলক প্রকাশ্যে আসবে, তাকে নির্মাতারা ট্রেলারের প্রি-প্রিভিউ বলেই উল্লেখ করেছেন। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা। সোশ্যাল মিডিয়ায়ও এ খবর শেয়ার করেছেন শাহরুখ।