প্রকাশিত: মে ১০, ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের কুলখানি আগামী শুক্রবার (১২ মে) বাদ আসর। কলাবাগান ক্রীড়াচক্র মাঠে (কলাবাগান বাসস্ট্যান্ডের বিপরীতে) এ কুলখানি হবে। বুধবার (১০ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রহিমা ওয়াদুদের কুলখানি উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার রেখে যাওয়া পরিবারের পক্ষ থেকে আত্মীয়, পরিজন, প্রতিবেশী, সহকর্মী, শুভানুধ্যায়ী সবাইকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পরদিন ৭ মে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতারা।