৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪০

শেখ হাসিনাকে পেয়ে অভিভূত বিমানযাত্রীরা

প্রকাশিত: জুন ১৭, ২০২৩

  • শেয়ার করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে করে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নিজেই ফ্লাইটে থাকা যাত্রীদের সঙ্গে দেখা করেন। একের পর এক যাত্রীদের আসনে যান ও বিমানের আরোহীদের সঙ্গে কুশল বিনিময় করেন। একজন প্রধানমন্ত্রীর এমন মমতা দেখে অভিভূত হয়েছেন বিমানের যাত্রীরা।

শুক্রবার (১৬ জুন) শেখ হাসিনা জাতীয় পতাকাবাহী বিমানের বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানান, ফ্লাইটে তাদের আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন।

জানা গেছে, শেখ হাসিনার সঙ্গে অনেকে ছবি তুলতে চাইলে তিনি ছবি তোলেন। বাচ্চাদের সঙ্গেও খুব স্নেহের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ মজার গল্প করেন।

উল্লেখ্য, ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

 

  • শেয়ার করুন