১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:৩৬

সদ্য কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালামকে নেতাকর্মীদের অভিনন্দন 

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩

  • শেয়ার করুন

টানা ৪২ দিন করাভোগের পর সদ্য মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে ফুলেল শুভেচছা জানান বিএনপির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার ( ২০ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দলীয় কার্যালয়ে আব্দুস সালামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ওয়ারী থানা বিএনপির নেতৃবৃন্দ সংগঠনটির সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লিয়াকত আলীর নেতত্বে নেতাকর্মীরা আব্দুস সালাম কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে গত ১৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কারাগার থেকে আব্দুস সালাম মুক্তি পান। মুক্তির পর নয়াপল্টনস্হ পার্টি অফিসের সামনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।

উল্লেখ্য গত বছরের ০৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির অফিস থেকে বিএনপি নেতা আব্দুস সালামসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় আব্দুস সালামকে গ্রেফতার দেখানো হয়।

  • শেয়ার করুন