প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩
কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকার তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতার পরিমাণ বেড়ে গরমের অনুভূতিও বেড়েছে। তবে ঢাকার তাপমাত্রা বাড়লেও আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দুপুর ১২টার তুলনায় আজ ঢাকার তাপমাত্রা দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আর্দ্রতার পরিমাণ গত দিনের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। তাপমাত্রার হিসেবে মৃদু দাবদাহ বয়ে গেলেও গরমের অনুভূতি আর্দ্রতার কারণে তীব্র মনে হচ্ছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, গতকালের তুলনায় রাজধানীতে আজ গরমের তীব্রতা সামান্য বেশি মনে হচ্ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঢাকায় আজ কালবৈশাখীর সম্ভাবনা কম। মূলত সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।