১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৩৮

সবাইকে হিসাব করে চলার অনুরোধ জানাচ্ছি,আপনাদের যেন কোনো সমস্যা না হয়—দেখব

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩

  • শেয়ার করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৫ শতাংশ বাড়াই, ইংল্যান্ডে ১৫০ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। শীতের সময় যেখানে হিটার জ্বালিয়ে থাকতে হয়, আমাদের এখনো সেই দুরবস্থা আসেনি।

তিনি বলেন, আমরা যদি হিসাব করে না চলি, তাহলে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। সে জন্য সবাইকে হিসাব করে চলার অনুরোধ জানাচ্ছি। তবে ভয়ের কিছু নেই। আমরা আছি, আপনাদের যেন কোনো সমস্যা না হয়—দেখব। কিন্তু সঙ্গে আপনাদের সবার সহযোগিতা দরকার।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদন করি। যেখানে ১২ টাকা লাগে, সেখানে মাত্র সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৪ টাকা আমরা নিই; বিরাট ভর্তুকি দিতে হয়। উৎপাদন খরচ দিতে হবে। কৃষি উৎপাদন, খাদ্য উৎপাদনের জন্য যত ভর্তুকি লাগে সেটা আমরা দেব। কিন্তু বিদ্যুতে ভর্তুকি দিয়ে তো…যারা বড়লোক, বিত্তশালী তারা সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। আমরা তো ৬০০ কিলোওয়াট পর্যন্ত কোনো দামই ধরি না। কাজেই আমার যারা সাধারণ মানুষ, তাদের কোনো সমস্যা হবে না। বরং সবাই যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, যত কম ব্যবহার করতে পারে, তত আপনার বিল কম আসবে। পানি, বিদ্যুৎ, জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। কারণ এই যুদ্ধের যে দামামা বেজেছে। সেটা কবে শেষ হবে, জানা যায় না।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্যই আমাদের কাজ। আমরা জনগণের সেবক। প্রধানমন্ত্রিত্ব না, সবচেয়ে বড় কথা আমি জাতির জনকের কন্যা। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমার কাজ। সেটাই আমি করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম, যদি করোনা অতিমারি না দেখা দিত। করোনায় অর্থনীতিকে যখন কিছুটা তুলে আনার চেষ্টা করে যাচ্ছি, তখন এলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকার নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা। যার ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতি। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। যে গম ২০০ ডলারে কেনা যেত, আজকে তা ৬০০ ডলার দিয়ে কিনতে হচ্ছে। যেখানে মাত্র ৮০০ ডলারে জাহাজ পাওয়া যেত, সেই জাহাজ এখন ৩ হাজার ৮০০ ডলার দিয়ে ভাড়া আনতে হচ্ছে। জ্বালানি-ভোজ্যতেল, চিনি, গম সবকিছুই আমাদের কিনতে হয় অতিরিক্ত দাম দিয়ে। সে ক্ষেত্রে প্রত্যেককে কৃচ্ছ্র সাধন করতে হবে, সাশ্রয়ী হতে হবে।

  • শেয়ার করুন