২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:১৮

সব ধরনের ক্রিকেটকে বিদায় মরগানের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩

  • শেয়ার করুন

আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ান মরগান। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। দক্ষিণ আফ্রিকায় এসএস২০ লিগের উদ্বোধনী আসরের শেষ দিনে পেশাদার ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী রূপে আবির্ভূত হয় ইংল্যান্ড। মূলত এর পথপ্রদর্শক ছিলেন মরগান। তার অধিনায়কত্বে ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংলিশরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৯.২৯ গড়ে রান করেছেন ৭ হাজার ৭০১। পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন মরগান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করা ছাড়াও সুযোগ পেলে কোচ হিসেবেও দেখা যেতে পারে ইংলিশ তারকা এ ব্যাটারকে। এক বিবৃতিতে মরগান বলেছেন, ‘আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবু অনেক চিন্তাভাবনার পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’ ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরগানের। ইংল্যান্ডে সুযোগ পাওয়ার পর লম্বা ক্যারিয়ার চালিয়ে যান।

  • শেয়ার করুন