৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:০৫

সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে, প্রশ্ন সেতুমন্ত্রীর

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩

  • শেয়ার করুন

সরকার পদত্যাগ করে বিএনপির সঙ্গে আলোচনায় বসার দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপ করবে কে? এ প্রশ্নের উত্তর মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাই। উদ্ভট, আবোল-তাবোল কথা বলছে বিএনপি।

গতকাল শনিবার রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারকে পদত্যাগ করে আলোচনায় বসতে হবে।’

কূটনীতিকদের কাছে নালিশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কূটনীতিকদের পাড়ায় পাড়ায় বিএনপি নেতাদের পদচারণা। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা জাতিসংঘের কাজ নয়। এর আগে মির্জা ফখরুল জাতিসংঘের দুয়ারে ঘুরেছে। জাতিসংঘ মহাসচিবকে পায়নি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খালি হাতে ফিরেছে। যাদের কাছে নালিশ করবে তাদের হাতে সালিশ করার ক্ষমতা নেই। সেতুমন্ত্রী বলেন, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করা তাদের মতলব। নির্বাচনে না এলে জোর করে আনতে পারব না; কিন্তু নির্বাচনে বাধা দিতে এলে প্রতিরোধ করা হবে। নির্বাচন পর্যন্ত রাস্তা ছাড়ব না, অপরাজনীতির হোতা বিএনপিকে প্রতিহত করব।

ওবায়দুল কাদের বলেন, এখন দেশে আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে তার সঙ্গে বিএনপি জড়িত। যারা এ দেশে আগুন সন্ত্রাস করে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে সবার কাছে পরিচিত সেই বিএনপি যখন আগুনের কথা বলে, তখন আমাদের মনে হয়–‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।’ মির্জা ফখরুল আগুনের কথা বলেন। এ আগুন সন্ত্রাস এ দেশে তারাই সৃষ্টি করেছে। বিএনপির অতীত ইতিহাস নাশকতার ইতিহাস।

দারুসসালাম থানা আওয়ামী লীগ আয়োজিত ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

  • শেয়ার করুন