৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৫৯

সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩

  • শেয়ার করুন

সরকার অত্যন্ত সচেতনভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা দীর্ঘকাল জবরদস্তি করে ক্ষমতায় বসে থেকে মানুষের সব অধিকারকে কেড়ে নিয়েছে। এই দানবীয় সরকারের হাত থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করি।

গতকাল রোববার বিকেলে রাজধানীর কাকরাইলের একটি হোটেলে এক ইফতার মাহফিল-পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজনীতিক, কূটনীতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সম্মানে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, রোজার মাস সংযমের মাস; কিন্তু এই মাসে সরকার সংযম দেখাতে পারেনি। শনিবার সারা দেশে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমাদের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আমরা এখানে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছি। অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাতে চাই—আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যাতে দেশ, মানুষের অধিকার ও ভাতের অধিকার রক্ষার জন্য আমরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার এখন অর্ধেক আছে, বাকি অর্ধেক ঈদের পর আন্দোলন গড়ে তুলে বিদায় করতে হবে। সভাপতির বক্তব্যে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আসুন সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হই। দেশকে মহাদুর্যোগের হাত থেকে রক্ষা করি।

ইফতারে আরও অংশ নেন বিএনপির মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেএসডির আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ১২ দলের মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণতন্ত্র মঞ্চের সাইফুল হক, জোনায়েদ সাকি, এলডিপির রেদোয়ান আহমেদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, খন্দকার লুৎফর রহমান, অধ্যাপক নুরুল আমিন বেপারী, এম এন শাওন সাদেকী, সুকৃতি মণ্ডল, গণফোরামের সুব্রত চৌধুরী, বিপিপির বাবুল সরদার চাখারী ও আব্দুল কাদের, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু প্রমুখ নেতারা।

এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নওগাঁয় সুলতানা জেসমিনকে হত্যার প্রতিবাদে’ মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মির্জা ফখরুল বলেন, ‘সুলতানা জেসমিনকে তুলে নেওয়া এবং নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। একজন নাগরিক এবং সরকারি কর্মচারীকে এভাবে তুলে নেওয়া আইনের ভয়াবহ লঙ্ঘন ও সংবিধান লঙ্ঘন। তাকে তুলে নেওয়া হলো কোন আইনে?’ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

  • শেয়ার করুন