৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫২

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেয়া হবে

প্রকাশিত: জুন ১৮, ২০২৩

  • শেয়ার করুন

র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চার আসামিকে আদালতে পাঠিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ। রেবাবার (১৮ জুন) বেলা ১১টার সময় পুলিশের একটি দল তাদের জামালপুর জেলা আদালতে নিয়ে যায়।

এর আগে রোববার সকালে র‌্যাবের একটি দল বাবুসহ চার আসামিকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। এ সময় থানা চত্বরে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্য ও স্বজনরা খুনিদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

বুধবার (১৪ জুন) রাতে অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশীগঞ্জ পাটহাটি পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নাদিমের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

  • শেয়ার করুন