৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:১৫

সাকিব বুঝলেন পেস বোলিংয়ের গুরুত্ব

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

  • শেয়ার করুন

ঘরের মাঠে স্লো টার্নার উইকেটে বিশ্বের ক্রিকেট পরাশক্তিধর দলগুলোকে বারবার হারিয়েছে বাংলাদেশ। অথচ বিদেশের মাঠে খেলতে গিয়ে ঘরের সেই সাফল্য ধরে রাখতে পারেনি। এজন্য নিজেদের স্পিন নির্ভরতাই দায়ী।

সেটি প্রকারান্তরে মেনে নিলেন সাকিব আল হাসান। বুঝলেন শুধু স্পিনারদের দিয়েই কাজ হয় না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।

৮ উইকেটে ১৪৪ রান করেও পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৯ রানের জয় পায় বাংলাদেশ। তাসকিন ৪ ওভারে ২৫ রানে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন।

খেলা শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছি। তবে আমরা জিততে পারিনি। আমরা এই ম্যাচে ১০ রান মতো কম করেছিলাম। তবে আমাদের পেসাররা যেভাবে বল করল, এককথায় অসাধারণ।

 

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, আমরা এখন সব ফরম্যাটে পেস বোলিংয়ের গুরুত্ব বুঝি। আমরা প্রতিভা খুঁজে পেয়েছি। হাসান মাহমুদ নতুন এসেছে। গত কয়েক বছর ধরে তাসকিন আহমেদ নিজেকে পরিণত করে তুলেছে।

 

দলের ফিল্ডিং নিয়ে সাকিব বলেন, আমরা নিজেদের সেরা ফিল্ডিং দল হিসেবে তুলে ধরতে চাই। আমাদের দলটা তরুণ। অন্তত ৫-১০ রান বাঁচাতে পারি বলে আমাদের বিশ্বাস, যেটা ম্যাচে তফাৎ গড়ে দিতে পারে।

  • শেয়ার করুন