প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২
সাতক্ষীরার কালীগঞ্জে বাঁশবাগান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মানিকতলা গ্রামের আবদুল খালেকের বাড়ির পাশের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ললিতা রানী ঘরামী নামের ৫২ বছর বয়সী ওই নারীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পোড়াকাটলা গ্রামে।
ললিতার ছেলে দিলুজ ঘরামী জানান, তার স্ত্রী জ্যোৎস্না রানী ঘরামীর চাকরির কারণে তারা মানিকতলা গ্রামে ভাড়া থাকেন। তাদের সঙ্গে ললিতাও থাকতেন। ললিতা বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য মাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য সোমবার তিনি ব্যাংকে পাসপোর্টের ফি জমা দিতে যান। সে সময় তার স্ত্রী স্কুলে ছিলেন।
বাড়ি ফিরে ললিতাকে ঘরে পাওয়া যায় না। এরপর বাড়ির পাশের বাঁশবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার এসআই মনির হোসেন জানান, সোমবার সন্ধ্যায় মরদেহের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়। মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।