৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৩২

সিলেট (এসজিএফএল) একটি পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) একটি পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বিয়ানীবাজার-১ কূপের পুনঃখনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায় বলে জানায় এসজিএফএল। এ কূপ থেকে দৈনিক ৭০-৮০ লাখ ঘনফুট গ্যাস ও ১০০ ব্যারেল কনডেনসেট সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে।

 

২০১৬ সালে বিয়ানীবাজার-১ কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে কূপটি থেকে ৩ হাজার ৪৫০ মিটার গভীর থেকে ৩ হাজার ৫০০ ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। ১০ সেপ্টেম্বর কূপটির পুনঃখনন শুরু করে এসজিএফএল।

 

এসজিএফএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম বলেন, কূপের ৩ হাজার ৪৫৪ মিটার গভীর থেকে পরীক্ষা করে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে ১০ মিলিয়ন গ্যাসপ্রবাহ হচ্ছে এবং গ্যাসের চাপ রয়েছে ৩ হাজার ১০০ পিএইচ।

 

শাহীনুর ইসলাম আরও জানান, কূপটিতে আগামী ৩ দিন পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব তা জানা যাবে। এ সময় আরও ৪টি কূপ পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা। ২০২৩ সালের শেষ দিকে এসব কূপ খনন করা শুরু হবে।

  • শেয়ার করুন