প্রকাশিত: মার্চ ৪, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। হতাহতের আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।