প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২
প্রকাশিত:
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে অদ্য ৩০/০৯/২০২২ইং তারিখ ০০.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/ মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সোনাইমুড়ী থানাধীন ০৭নং বজরা ইউপিস্থ ৯নং ওয়ার্ডের বগাদিয়া সাকিনস্থ নোয়াখালী নোয়াখালী টু কুমিল্লা মহাসড়ক রাস্তার পশ্চিম পাশে মদিনা মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করা অবস্থায় আসামী ১। আব্দুর লতিফ (৩৮), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-আয়েশা বেগম, সাং-গজারিয়া কান্দি (পাঠান বাড়ী), ০২নং ওয়ার্ড, ০১নং সরিষাদি ইউপি, থানা+জেলা-ফেনী, ২। পাপড়ি শীল (৩০), স্বামী-রঞ্জিত শিল, সাং-নানুপুর (কিপাত নগর), ০৩নং ওয়ার্ড, নানুপুর ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামী ১। আব্দুর লতিফ (৩৮) এর হেফাজত হইতে ০২টি নীল রংয়ের পলি প্যাকে ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট অপর আসামী ২। পাপড়ি শীল (৩০) এর হেফাজত হইতে ০৪টি নীল রংয়ের পলি প্যাকে ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৪০০+৮০০=১,২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট যাহা, মূল্য অনুমান (১২০০x৩০০) মোট ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করতঃ এসআই(নিরস্ত্র) মোঃ জামাল হোসেন ৩০/০৯/২০২২ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এসআই(নিরস্ত্র)/ মোঃ জামাল হোসেন বাদী হইয়া এজাহার দায়ের করিলে সোনাইমুড়ী থানার মামলা নং-২৬, তারিখ-৩০/০৯/২০২২ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনী ১০(ক) রুজু করা হয়।