১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৪৩

সোয়ারিঘাটে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩

  • শেয়ার করুন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় রাজধানীর সোয়ারিঘাটে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ৩৮ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দ্রুত পদক্ষেপে রাজধানীর সোয়ারিঘাটে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

  • শেয়ার করুন