৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩৪

স্ত্রীকে ধর্ষণ ও হত্যায় স্বামীসহ দুজনের ফাঁসি

প্রকাশিত: মার্চ ১, ২০২৩

  • শেয়ার করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী গ্রামে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার মামলায় স্বামীসহ দুজনকে ফাঁসির সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্টতা না থাকায় মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই নারীর স্বামী প্রবাসী জাহাঙ্গীর মোল্লা এবং তার সহযোগী চুন্নু মোল্লা। খালাস পেয়েছেন- সুইট মোল্লা, শাহীন মোল্লা, কামরুল মোল্লা, রশিদ মোল্লা ও চান্দ মোল্লা।

সরকার পক্ষের কৌঁসুলি স্বপন পাল জানান, ২০০০ সালের ১৫ মে সদরপুরের ঢেউখালী গ্রামের জাহাঙ্গীর মোল্লার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের হারুন অর রশীদের মেয়ে রাশিদা বেগম রুসির। বিয়ের পর থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী। পরে জাহাঙ্গীর দ্বিতীয় বিয়ে করার পর থেকে রুসি বাবার বাড়িতে থাকতে শুরু করেন। ২০১২ সালের ১৩ জানুয়ারি রাতে জাহাঙ্গীরের পরিকল্পনা মোতাবেক একই এলাকার চুন্নু মোল্লা সহযোগীদের সহায়তায় রুসিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় মামলার পর দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয়।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড পাওয়া দুজন বাদে মামলার বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন