৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:২২

‘স্পর্শ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিরব ও ঋতুপর্ণা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘স্পর্শ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিরব। এ খবর প্রকাশের পর এবার জানা গেল, ছবিটিতে নিরব ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা থাকছেন। এ ছাড়া থাকছেন অভিনেতা খরাজ মুখার্জিও।

 

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, অনেক দিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। গল্পটাও অন্য রকম। এ রকম একটা ছবির অংশ হতে পেরে ভালো লাগছে।

 

ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন ‘স্পর্শ’ ছবিটি প্রযোজনা করছে। যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন ও অভিনন্দন দত্ত।

 

আগামী সপ্তাহ থেকে কলকাতায় এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের জন্য বুধবার রাতেই কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন নিরব। ছবিতে ঢাকা থেকে জেসিয়ারও অভিনয় করার কথা রয়েছে।

 

ছবিটি নিয়ে নিরব বলেন, বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি, স্মার্ট কিছু হবে।

 

অনন্য মামুন বলেন, ‘গল্পের প্রয়োজনে সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সিনেমার গল্প প্রত্যেক মানুষকে ছুঁয়ে যাবে।’

  • শেয়ার করুন