৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫০

হজে গিয়ে ১০৮ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩

  • শেয়ার করুন

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১০৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৮৩ ও নারী ২৫ জন।

শুক্রবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

মৃতদের মধ্যে মক্কায় ৮৮, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইেট এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৭ হাজার ৭৯ জন হাজি। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৭০টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩০টি।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।

  • শেয়ার করুন