৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:০৫

হামলায় রক্তাক্ত বরকত উল্লাহ বুলু, স্ত্রীসহ আহত ৬

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২

  • শেয়ার করুন

কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা। আশংকা জনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে শনিবার বিকালে তার ওপর হামলা হয়। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাওহার ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে হামলাকারীদের খুঁজে পাইনি। তবে কারা উনার ওপর হামলা করেছে এটা এখনো নিশ্চিত নই। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন