৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:২৮

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত: জুন ১৭, ২০২৩

  • শেয়ার করুন

চারদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) রাত পৌনে ৮টার দিকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন। এর আগে আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন।

গত ১৩ জুন রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

  • শেয়ার করুন