৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:০২

০৮ ও ০৯ ডিসেম্বর দুই দিনব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

আগামী ০৮ ও ০৯ ডিসেম্বর দুই দিনব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ০৮ ও ০৯ ডিসেম্বর ২০২২ আয়োজন করার অনুমতি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা।

 

আগামী ০৮ ডিসেম্বর ২০২২ ওই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।’

  • শেয়ার করুন