৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:১৪

১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশকে ঘিরে ঝিনাইদহে গ্রেপ্তার অভিযান

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশকে ঘিরে ঝিনাইদহে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। পুলিশ গত ১২ ঘণ্টায় জেলার চার উপজেলা থেকে গ্রেপ্তার করেছে ২৬ জনকে। গ্রেপ্তারকৃত সবাইকে নাশকতা মামলার আসামি বলে পুলিশ জানায়।

 

পুলিশের বিশেষ শাখা থেকে বলা হয়েছে, ‘গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ছয়জন, কোটচাঁদপুর উপজেলা থেকে দুজন ও মহেশপুর উপজেলা থেকে দুজন গ্রেপ্তার হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা বিএনপি না জামায়াতের নেতাকর্মী, এমন প্রশ্নের জবাবে পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে এটা ‘পলিটিক্যাল অ্যারেস্ট’।

 

এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহের ২৬ বিএনপি নেতাকর্মীর গণগ্রেপ্তারের নিন্দা জানিয়ে মুঠোফোনে জানান, সরকার তার পতন ঠেকাতে পুলিশকে রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করছে। অথচ পুলিশ যাদের গুলি করছে, পেটাচ্ছে তাদের করের টাকায় রেশন খাচ্ছেন।

 

তিনি পুলিশকে পুলিশ লীগ না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘শান্ত পরিস্থিতি ঘোলাটে করবেন না। কোনো পেন্ডিং মামলায় নিরীহ মানুষকে গ্রেপ্তার করে আর্থিক ক্ষতি করবেন না।’

  • শেয়ার করুন