৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৫৩

১০ ডিসেম্বর সরকার পতন করা যাবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। এর শিকড় অনেক গভীরে। ইচ্ছা করলেই ১০ ডিসেম্বর সরকার পতন করা যাবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

 

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা হৈবতপুর ৫ শহীদের স্মৃতিস্তম্ভ, সব আবাদি ও অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনা ও নবান্ন ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

 

কৃষিমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামী শাপলা চত্বর দখল করে বলেছিল, আওয়ামী লীগের সরকার পতন হয়ে যাবে। সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়ে ছিল। খালেদা জিয়া বিএনপি কর্মীদের হেফাজতের সঙ্গে থাকার জন্য নির্দেশ দিয়েছিল আর তার সঙ্গে যোগ দিয়েছিল এরশাদও। কিন্তু দেখা গেল রাত আড়াইটার সময় সব পরিষ্কার হয়ে গেছে।’

 

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, কৃষি মন্ত্রণালয় সচিব মো. সায়েদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু প্রমুখ।

  • শেয়ার করুন