প্রকাশিত: জুলাই ২, ২০২৩
রোহিঙ্গা শরণার্থীসহ গরিব, এতিম ও বিধবাদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঈদের দিন ও ঈদের পরদিন ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের ভৈরব, কুমিল্লা, বাগেরহাট, সুনামগঞ্জ, বরিশাল, মাদারীপুরসহ দেশের ১৭টি স্থানে কমপক্ষে ১১ হাজার পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য নোয়াখালীর ভাসানচর দ্বীপে ঈদের দিন ১৫০টি গরু কোরবানি করে কাতার চ্যারিটি। এ সময় সেখানে দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেন। ভৈরবে কাতার চ্যারিটির গার্লস হোমে মাংস বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর।
ঈদের দিন কাতার চ্যারিটি এবং এর দাতাদের পক্ষ থেকে কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা। প্রতিটি উৎসব এবং সংকটে এভাবে পাশে থাকার জন্য তারা কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানান।