প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এর অংশ হিসেবে আগামী ৪ মার্চ সারাদেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।