প্রকাশিত: মার্চ ৭, ২০২৩
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকাল ৮টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে।
প্রসঙ্গত, আজ ঐতিহাসিক ৭ মার্চ। ৫২ বছর আগে ১৯৭১ সালের আজকের এ দিনটি ছিল স্বাধীন বাংলাদেশ অর্জনের পথে অনানুষ্ঠানিক ঘোষণার দিন। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনীর ইশারায় কেঁপে উঠেছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর তক্তপোশ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) কানায় কানায় পূর্ণ লাখো সংগ্রামী বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠের অলিখিত ভাষণটি। সে দিনের ১৯ মিনিটের ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র। অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ দ্রোহের আগুন জ্বালিয়েছিল ৫৬ হাজার বর্গমাইলজুড়ে সাড়ে ৭ কোটি বাঙালির শরীরে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ ছাড়াও এই ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনূদিত হয়েছে।