৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:০০

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঝিলিকের গান

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২

  • শেয়ার করুন

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সেরাকণ্ঠ খ্যাত তারকা ঝিলিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘চির অমর রাসেল আমার’।

‘চির অমর রাসেল আমার’ গানটি কবি নাসির আহমেদের কবিতা অবলম্বনে তৈরি করা হয়েছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার।

সুরকার শাহীন সরদার, শিল্পী ঝিলিক ও কবি-গীতিকার নাসির আহমেদ

গানটি নিয়ে ঝিলিক বলেন, ‘শেখ রাসেলকে নিয়ে গান গাইতে পেরে আমার খুব ভালো লাগছে। গানের কথা ও সুর ভীষণ পছন্দ হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

জানা গেছে, ‘চির অমর রাসেল আমার’ শিরোনামের গানটি মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বেতারে প্রচার হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ঝিলিক। এরপর থেকেই সংগীতশিল্পী হিসেবে পেশাগতভাবে যাত্রা শুরু হয় তার। ক্ল্যাসিকাল, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, ফোক ও আধুনিক সবধরনের গানেই দখল রয়েছে ঝিলিকের।

  • শেয়ার করুন