প্রকাশিত: মার্চ ২০, ২০২৩
কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির একটি তেলক্ষেত্রের পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কোম্পানিটি। তবে এতে কেউ হতাহত হননি।
কুয়েত তেল কোম্পানির মুখপাত্র কাজী আল-আমির বার্তা সংস্থা এএফপিকে জানান, কুয়েতের পশ্চিমাঞ্চলের একটি তেলক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। লিকেজ ভূমিতে হলেও সেটি কোনো আবাসিক এলাকা নয়। তবে ঠিক কোন জায়গায় এ ঘটনা ঘটেছে তা জানাননি তিনি।
আল-আমির আরও বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। উৎপাদন কাজও ব্যাহত হয়নি।’ লিকেজের উৎস এবং ঘটনা নিয়ন্ত্রণে কোম্পানির একটি দল ঘটনাস্থলে গেছেন বলেও জানান তিনি।
কুয়েতি সংবাদপত্র আল রাই এ ঘটনার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, মরু এলাকায় লিকেজ হওয়া পাইপ থেকে তীব্র গতিতে ওপরের দিকে তেল বের হয়ে আসছে। তবে এককভাবে এ ভিডিওয়ের সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।
কুয়েত বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। দেশটির সরকারি রাজস্বের ৯০ ভাগ আসে তেল থেকে। এর আগে ২০২০ ও ২০১৬ সালে কুয়েত তেল কোম্পানির তেলক্ষেত্রে লিকেজের ঘটনা ঘটেছিল।