প্রকাশিত: আগস্ট ৩, ২০২২
আরিফুল ইসলাম
আমেরিকায় মুনার উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয় গত ৩১ শে জুলাই। উক্ত অনুষ্ঠানে যুবক, শিশু ও মহিলাদের জন্য খেলাধুলা ও র্যাফেল ড্রসহ বিভিন্ন গেফটের আয়োন ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বসবাসরত সকল প্রবাসীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রবাসীরা পিকনিক উপভোগ করেন। সেখানে বিভিন্ন বয়সি বাচ্চাদের ইভেন্ট, পুরুষ মহিলাদের ইভেন্ট ছিল আকর্ষনীয়। মহিলাদের বেলুন ফুটানো, পুরুষদের বস্তা দৌড়, যুগল জুটিদের ক্রিকেট এর ক্যাচ ধরা ছিল উপভোগ্য। শত শত প্রবাসীরা স্পোটর্স এর নানা ইভেন্ট উপভোগ করেন।