৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:২৫

শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে কাপল নিউজিল্যান্ড

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩

  • শেয়ার করুন

নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। দেশটির কারমাডেক দীপপুঞ্জে আজ সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ১ মাত্রার।

এদিকে ভূমিকম্পের প্রভাবে কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • শেয়ার করুন