প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩
শনিবার (২৯ এপ্রিল) দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে দেশের আট বিভাগের দু’এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
২৫ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। তেঁতেঁ ওঠে গরম। তাপপ্রবাহ বইছিল ঢাকায়। তবে এর মধ্যেই কালবৈশাখী ও বৃষ্টি বেড়ে যায়। তাই শুক্রবারই (২৮ এপ্রিল) দেশ থেকে দূর হয় তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হচ্ছে, সঙ্গে থাকছে বৃষ্টি। বজ্রপাত হচ্ছে, বজ্রপাতের হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।
চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে হাফিজুর রহমান জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফেনী ও বান্দরবানে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।