৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:৫০

সরকার ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত: মে ২০, ২০২৩

  • শেয়ার করুন

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করতে হবে বলে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদেশ সফরে কোনো কাজ হবে না। যতই চিল্লাচিল্লি করুক, সরকারের সময় শেষ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, এই সরকার দেশে-বিদেশে সর্বত্র বিশ্বাস হারিয়েছে। তাই আপনারা অবৈধ সরকারের নির্দেশ মানতে গিয়ে এমন কাজ করবেন না, যাতে চিহ্নিত হয়ে যান।

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, করোনাকে ঠেকানো যাবে, মোখাকে ঠেকানো যাবে; কিন্তু জনতার উত্তাল স্রোত ঠেকানো যাবে না। স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ফিরিয়ে এনে দেশকে মুক্ত ও মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে যুদ্ধের বিকল্প নেই।

‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর শ্যামলী মাঠে পূর্বঘোষিত এই জনসমাবেশ হয়।

প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর গত শনিবার ঢাকায় এক সমাবেশে আবারও দেশজুড়ে চার পর্বের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব। গতকাল ২৭টি জেলা ও মহানগরে এই কর্মসূচি হয়েছে। এর মধ্যে খুলনায় জনসমাবেশে পুলিশ বাধা দিলে তা পণ্ড হয়ে যায় এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নেত্রকোনায় ৩২, জামালপুরে ৫০ জনসহ বিভিন্ন স্থানে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

  • শেয়ার করুন