২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:১১

‘অলিম্পিকে ক্রিকেট চান কয়েক বিলিয়ন সমর্থক’

প্রকাশিত: মে ২০, ২০২৩

  • শেয়ার করুন

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত অলিম্পিক গেমস। এই প্রতিযোগিতায় দুইশতাধিক দেশ অংশগ্রহণ করে।

১৮৯৬ সালে প্রাচীন গ্রীসের অলিম্পিয়া থেকে শুরু হয় অলিম্পিক গেমস। ১৯৮৮ সাল পর্যন্ত প্রতি চার বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস হতো। ১৯৯২ সালের পর থেকে প্রতি দুই বছর পর পর গেমস অনুষ্ঠিত হচ্ছে।

২০২৮ সালে অলিম্পিক গেমস হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সেই আসরে ক্রিকেট অন্তর্ভূক্তির চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক্ষেত্রে আইসিসি অনেকটাই নির্ভর করছে ভারতের ক্রিকেট বাজারের উপরে।

প্রতি বছর ভারতীয় ক্রিকেট থেকে বিপুল পরিমাণ আয় হয়, সেই আয়ের উত্তরোত্তর বৃদ্ধি এবং ভারতীয় ক্রিকেট বাজারকে সামনে রেখে লন্ডন অলিম্পিক কমিটির কাছে রিপোর্ট জমা দিয়েছে আইসিসি।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, পুরো বিশ্বে আমাদের কয়েক বিলিয়ন সমর্থক রয়েছে। তাদের ৯০ শতাংশ চায় অলিম্পিকে ক্রিকেট থাকুক।

সূত্র: হিন্দুস্থান টাইমস

  • শেয়ার করুন