৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:১৭

ডেঙ্গিতে একজনের মৃত্যু

প্রকাশিত: মে ২১, ২০২৩

  • শেয়ার করুন

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হল। আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মে মাসের ২১ দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬১ জন।

গত কয়েকদিন ধরে ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। আগের মাসের চেয়ে বেশি সংখ্যক ব্যক্তি এ রোগ নিয়ে হাসপাতালে আসছেন।

 

  • শেয়ার করুন