৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:০২

ছেলে জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে নগর উন্নয়নে কাজ করবেন জায়েদা

প্রকাশিত: মে ২৭, ২০২৩

  • শেয়ার করুন

সবাইকে নিয়ে গাজীপুরকে একটি নতুন সুন্দর আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। নগরীর সাবেক এ মেয়র বলেন, আমার মা মেয়র নির্বাচিত হয়েছেন। শহরের যত কাজ আছে মায়ের সঙ্গে থেকে প্রধানমন্ত্রীর সহযোগিতায় সমাধানের চেষ্টা করব। অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাদের বড় ভাই। তিনিসহ যেসব প্রার্থী নির্বাচন করেছেন এবং যেসব নেতাকর্মী রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, সবার পরামর্শে একটি নতুন আধুনিক শহর করার চেষ্টা করব।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ছেলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হলে ভোটের মাঠে নামেন তিনি। তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে। গভীর রাতে ফলাফল ঘোষণার পর গতকাল ভোরে শহরের ছয়দানা (হারিকেন) এলাকায় নিজ বাসভবনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতা।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কমিশনার, সরকার, প্রশাসনের লোক ও গণমাধ্যম কর্মী সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। সবার সহযোগিতায় গাজীপুরে একটি সুন্দর ভোট এবং সর্বশেষ রেজাল্ট আমরা সঠিকভাবে পেয়েছি। এজন্য সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ ও স্বাগত জানাই। এ শহর এবং তার ভবিষ্যৎ সুষ্ঠু-সুন্দরভাবে গড়ার জন্য যে কোনো কাজে সার্বিকভাবে সহযোগিতা চাই।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি। নিজের বিজয় গাজীপুরবাসী ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাকি কাজ শেষ করার প্রত্যয় জানিয়ে জায়েদা খাতুন বলেন, আমার ছেলে যা যা কাজ করেছিল, এর মধ্যে যেগুলো বাকি রয়েছে; সেগুলো ছেলেকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করব।

এ শহরের উন্নয়ন করার জন্য আজমত উল্লার পরামর্শ চাইবেন কি না—এমন প্রশ্নে বলেন, যদি দরকার পড়ে তাকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করব।

জায়েদা খাতুন বলেন, আমার ছেলেকে সত্য প্রমাণের জন্যই ভোটে আসা। কিছু কিছু লোক আছে, তারা যা করেছে, তাদের দিলেই (মনে) আছে। আমি গাজীপুরবাসীর জন্য ভালো কিছু করার চেষ্টাই করব। আমার কাজ সবাইকে দেখিয়ে দেব। আমি আজমত উল্লাহ খানকে জিজ্ঞেস করে ও মতামত নিয়েই কাজ করব। একজনের জায়গা দিয়ে রাস্তা যাবে, একজনের জায়গা দিয়ে ড্রেন যাবে, কিন্তু দিতে চাইব না। তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব। এলাকার মানুষকে নিয়েই কাজ করব। আমার ছেলে ও আমার মিথ্যা কেউ পায়নি। মিথ্যা অভিযোগ তোলার দুঃখেই, মিথ্যার প্রতিবাদে এখানে আমার ভোটে আসা। গাজীপুরের মানুষকে এত ভালোবাসছি, এবার দেখি তারা আমাকে কেমন ভালোবাসে। এই ভালোবাসা প্রমাণ করার জন্যই ভোটে আসা। আমি গাজীপুরবাসীর ভালোবাসা পেয়েছি।

তিনবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মা আমার শিক্ষকের মতো। আমার সব কাজ তিনি দেখভাল করেছেন। এখন আমি মেয়র নেই, কিন্তু আমার মা মেয়র। সে হিসেবে মা ও এই শহরের যত কাজ আছে, মায়ের সঙ্গে থেকে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কাজগুলো করব।

তিনি বলেন, এই শহরবাসী আমাদের বিশ্বাস করেছে। বড় মানুষ ছিল না, কিন্তু এই শহরের খেটে খাওয়া মানুষ আমাদের পাশে থেকে মাকে সহযোগিতা করেছে। তাদের জন্য আমরা ভালো কিছু করার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাই। আমি এবং মা তার কাছে যাব। আমাদের শহর সুন্দরভাবে সাজানোর জন্য যা যা করা প্রয়োজন, তা করার জন্য মা-ছেলে প্রস্তুত আছি।

 

  • শেয়ার করুন