৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৩৯

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত: জুন ৪, ২০২৩

  • শেয়ার করুন

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

আজ শনিবার আঙ্কারায় পার্লামেন্ট ভবনে জমকালো শপথ অনুষ্ঠানে যোগ দেন তারা।

অনুষ্ঠানের পর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন এরদোয়ান। পরে প্রেসিডেন্ট প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ব নেতাদের সঙ্গে কুশলবিনিময় করেন এরদোয়ান।

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানসহ মোট ৭৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়ায়। ২৮ মে ঐতিহাসিক দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ৬৯ বছর বয়সী এরদোয়ান।

এরদোয়ান ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর তার আগে তিনি ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • শেয়ার করুন