৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:০৮

এক টেস্টে জোড়া সেঞ্চুরিতে মুমিনুলের পাশে শান্ত

প্রকাশিত: জুন ১৬, ২০২৩

  • শেয়ার করুন

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অনবদ্য নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির অনবদ্য রেকর্ড গড়লেন প্রতিভাবান এই ব্যাটার। নাজমুল হোসেন শান্তর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছিল শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন তিনি। আজ শান্তর এই কীর্তির সময় ক্রিজেই ছিলেন মুমিনুল

৫৪ রানে দিন শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। কালকের রানের সঙ্গে দ্রুতই বাউন্ডারি এবং সিঙ্গেলে খেলে ৭০ রান পেরিয়ে যান। তার এবং জাকির হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই বাংলাদেশের লিড ৪০০ পেরিয়ে যায়।

আজকের দিনেও আফগান বোলারদের বোলিং ছিল সাদামাটা। দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারে আফগানদের বাংলাদেশ একটি উইকেট দিয়ে আসে। ইব্রাহিম জারদান ও নাসির জামালের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে রানআউটের শিকার হয়ে ফেরেন জাকির হোসেন।

জাকির হোসেন আউট হওয়ার পর রান তোলার গতি একটু মন্থর হয়ে যায়। তবে শতরান তুলে নিতে বেশি দিন সময় নেননি বাংলাদেশের এই ব্যাটার। ১১৫ বলে ১৩ চারে এই মাইলফলক স্পর্শ করেন প্রতিভাবান এই ব্যাটার।

  • শেয়ার করুন