প্রকাশিত: জুন ২৪, ২০২৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়। শনিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৭। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪২ হাজার ১৩১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৫৪ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৫৯ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে গত বৃহস্পতিবার ডব্লিউএইচও’র প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের সব অঞ্চল ও অধিকাংশ দেশে করোনার সংক্রমণ কমছে। কিন্তু গত চার সপ্তাহে যে কটি দেশে সংক্রমণ বাড়তি, বাংলাদেশ তাদের অন্যতম। সংক্রমণ বৃদ্ধির হার ২০–এর বেশি, এমন দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে।