৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:০৭

নতুন প্রেমে মজেছেন নওয়াজুদ্দিনের সাবেক স্ত্রী

প্রকাশিত: জুন ৩০, ২০২৩

  • শেয়ার করুন

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর দাম্পত্য জীবন ভেঙে গেছে। স্ত্রী আলিয়ার সঙ্গে সম্পত্তিরও ভাগাভাগি হয়েছে তার। এরপর আলিয়ার জীবনে এসেছে নতুন প্রেম। যদিও এখনই নতুন বন্ধুকে বিয়ের পরিকল্পনা নেই তার। শুধু বন্ধুত্বটুকুই উপভোগ করছেন। আলিয়া বলেন, ‘এখনই বিয়ের পরিকল্পনা নেই। বন্ধুত্বটুকুই উপভোগ করছি। সময় এলে জানাব।’

 

আলিয়া বলেন, ‘আমি ওই নওয়াজুদ্দিনের কাছ থেকে এক পয়সাও নিইনি। বরং লিখে দিয়েছি যে—সে যা চায় আমার থেকে নিতে পারে, শুধু বাড়িটা বাদে। কারণ বাড়িটা আমার প্রয়োজন।’ বাড়িতে তার সমান ভাগ আছে বলে দাবি করেছেন আলিয়া। তার ভাষ্য, বর্তমানে বেঁচে থাকার জন্য ওই বাড়িই তার একমাত্র প্রয়োজন।

 

নতুন প্রেমিকের সঙ্গে আলিয়ার আলাপ ইতালিতে এক পার্টিতে। কঠিন সময়ে তাকে পাশে পেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন আলিয়া।

 

সূত্র : আনন্দবাজার।

  • শেয়ার করুন